Header Ads

About Us- আমাদের সম্পর্কে

আসসালামু আলাইকুম।

মহাকাশ বিজ্ঞানের উপর চর্চা আমাদের দেশে খুবই কম হয়ে থাকে। মহাকাশ বিজ্ঞান যেহেতু একটি আন্তর্জাতিক বিষয়,তাই এটি নিয়ে বেশিরভাগ আর্টিকেল ইংরেজিতে লেখা হয়ে থাকে। তাই আমাদের অনেকেই ইচ্ছা থাকা সত্ত্বেও কষ্ট করে ইংরেজি আর্টিকেল পড়তে চাইনা। আবার অনেক শিশু-কিশোরদের মহাকাশ বিজ্ঞানের প্রতি প্রচুর আগ্রহ থাকে। কিন্তু সহজলভ্য উপায় না থাকায় তারা এ বিষয়ে বিশদ কিছু জানতে পারে না।

আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান ক্ষেত্রে বাঙ্গালীদের সংখ্যা খুবই কম। তাই মানুষ এর মধ্যে মহাকাশ ও জ্যোতির্বিজ্ঞান নিয়ে আগ্রহ তৈরি করার ইচ্ছা ছিল আমাদের। শিশুরা যাতে খেলার ছলে মহাকাশ সম্পর্কে ধারণা নিতে পারে। আকাশ, চন্দ্র, সূর্য,তারা সবার কাছে রহস্যের মতো। আর এসব রহস্যই আকর্ষণীয় সবার কাছেই।



আবার অনেক নিউজ পোর্টালে অনেক ভুয়া নিউজ দেয়া হয়ে থাকে যেগুলো কোন সঠিক সোর্স দেওয়া থাকে না। মূলত এইসব সমস্যা উপলব্ধি করে এবং বাংলাদেশে মহাকাশ বিজ্ঞানের উপর কোন স্বয়ংসম্পূর্ণ বাংলা ওয়েবসাইট না থাকায়, আমি ঠিক করি একটি মহাকাশ বিজ্ঞানের উপর স্বয়ংসম্পূর্ণ বাংলা ওয়েবসাইট বানানো উচিত।


মূলত ২০১৭ সালে কলেজে ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ার সময় এই চিন্তা আমার মাথায় আসে। এরপর কলেজের প্রজেক্ট ফেস্টে, আইসিটি ক্যাটাগরি থেকে এই ওয়েবসাইটটি বানানোর পরিকল্পনা করলাম। আমার সাথে আরো চারজন সহপাঠী যুক্ত ছিল। মূলত আমি(আসিফ), ওসামা এবং আবরার ওয়েবসাইট কোডিং এর জন্য মূল কাজে যুক্ত ছিলাম।

এ কথা স্বীকার করতে হয় যে কলেজে পড়ার সময় ওয়েবসাইট ডেভেলপমেন্ট এবং এইচটিএমএল কোড সম্পর্কে আমাদের ধারণা খুবই কম ছিল। এক্ষেত্রে আমাদের প্রধান সাহস এবং সহযোগিতা করেন আমাদের কোচিং এর আইসিটি স্যার সাদ্দাম সাদী। তিনি আমাদের সঠিক দিক নির্দেশনা, জ্ঞান এবং বেশ কিছু বিষয়ে পরামর্শ দেন। তিনি চাইলেই পারতেন পুরো ওয়েবসাইটটি আমাদের ডিজাইন করে দিতে। কিন্তু তিনি চেয়েছেন আমাদের উদ্দেশ্য টা যাতে আমরা নিজেরাই সম্পূর্ণ নিজ হাতে করতে পারি যাতে ভবিষ্যতে আমরা আমাদের নিজেদের কাজ নিয়ে গর্ব করতে পারি।

সত্যিকার ভাবেই আমরা কিন্তু সেসময় এইচটিএমএল কোডিং করে করে ওয়েবসাইট ডিজাইন করেছিলাম। কোন জায়গা থেকে কোন জিনিস সম্পূর্ণরূপে কপি করিনি। সেজন্য বেশ কষ্ট ও সময় লেগেছিল ওয়েবসাইটটি ডিজাইন করতে এবং যেহেতু পুরো ওয়েবসাইট টি বাংলা ভাষায় লিখতে হবে এ কারণে বাংলা টাইপিং এর অভিজ্ঞতা না থাকায় এটি করতে বেশ সমস্যা হয়েছিল। মূলত ওসামা এবং আমি এইচটিএমএল কোডিং ও টাইপিং এর কাজটি সম্পূর্ণ করেছিলাম।

আমরা যেদিন আমাদের ওয়েবসাইটটি কলেজের আইসিটি ম্যাডামকে দেখায়, তিনি ওয়েবসাইট ডিজাইন নিয়ে খুব প্রশংসা করেন এবং এইচটিএমএল কোড ও ট্যাগ সম্পর্কে আমাদের কাছে অনেক কিছু জানতে চেয়েছিলেন ।

যাই হোক, বিচারকার্যের দিন আমরা যখন আমাদের প্রজেক্টটি বিচারকদের প্রদর্শন করেছিলাম, আমার মনে হয়েছিল আমরা বিচারকদের সন্তুষ্ট করতে পারিনি। তাই কিছুটা হতাশ হয়েছিলাম


যেদিন পুরস্কার ঘোষণা হল সেইদিন জানতে পারলাম আমরাই প্রথম স্থান অধিকার করেছি এবং আমাদের প্রজেক্টটি তাদের খুবই পছন্দ হয়েছিল। এইতো ছিল আমার ওয়েবসাইট বানানোর পিছনে মূল উদ্দেশ্য এবং ইতিহাস। উল্লেখ্য এই প্রজেক্টটি নিয়ে অন্য একটি কলেজের সাইন্স প্রজেক্ট গিয়ে আমরা তৃতীয় স্থান অর্জন করেছিলাম।


কলেজ উত্তীর্ণ হবার পর এই ওয়েবসাইটটি নিয়ে আরো কাজ করার ইচ্ছা ছিল।এমনকি একটি নিউজ পোর্টাল থেকে আমাদের ওয়েবসাইট নিয়ে কাজ করার জন্য অফার দেওয়া হয়েছিল। কিন্তু দুর্ভাগ্যবশত(!) আমাদের প্রজেক্ট গ্রুপের তিনজনই আইটি সেক্টরে পড়ালেখা করার বদলে মেডিকেলে পড়ার সুযোগ পেয়ে যায়। তাই আর এই প্রজেক্ট নিয়ে অনেক দিনে কাজ করা হয়নি। এইচটিএমএল এর কাজ ও প্রায় তাই ভুলেই গিয়েছিলাম।



এই লকডাউন এর সময়ে এই প্রজেক্ট নিয়ে নাড়াচাড়া করতে গিয়ে, এটি নিয়ে কাজ করার ইচ্ছা জাগে। ইন্টারনেট ঘাটাঘাটি দেখলাম এখন ব্লগ ওয়েবসাইট বানানো কঠিন কিছু নয় (যদিও বাচ্চাকালে তা ছিল প্রচুর কঠিন)। যে টেম্পলেট বানানোর জন্য, ওই সময় বেশ কষ্ট হয়েছিল, এখন এইসব টেমপ্লেট নিমিষেই ১-২ দিনের মধ্যে বানানো যায়। তাই আমাদের সেই প্রজেক্ট টিকে ফ্রি সাবডোমেইন ও হোস্টিং এর মাধ্যমে ব্লগারে আপলোড দিলাম।

মূলত মহাকাশ বিজ্ঞানের সকল প্রকার তথ্য-উপাত্ত, খবর, ছবি, সময় মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া আমার মূল লক্ষ্য ছিল। যেহেতু বাংলাদেশে এরকম স্বয়ংসম্পূর্ণ কোন বাংলা ওয়েবসাইট নেই তাই আমার লক্ষ্য ছিল, সকল দরকারি জিনিস গুলো হাজার হাজার সাইট না ঘেঁটে, একটি সাইটে সহজে সবকিছু যাতে পাওয়া যায়। এখনো ওয়েবসাইটে অনেক কাজ বাকি আছে, চেষ্টা করব যতোটুকু সম্ভব নতুন নতুন জিনিস যুক্ত করে স্বয়ংসম্পূর্ণ বানানোর। মূলত আমাদের অল্প জনবল নিয়ে এই কাজ নিয়মিত চালিয়ে যাওয়া খুবই কঠিন। তবুও আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করবো। আপনাদের কোন পরামর্শ থাকলে আমাকে জানাতে পারেন। ভবিষ্যতে নিজস্ব ডোমেইন ও হোস্টিং কিনে এই প্রজেক্টটি এগিয়ে নিতে চায়। সবই নির্ভর করছে আপনাদের চাহিদা ও সাড়া পাওয়ার উপর। আমাদের জন্য সবাই দোয়া করবেন।

কোন মন্তব্য নেই

sololos থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.